মুক্তাগাছা পৌর শহরের ৮৯টি মসজিদে অনুদানের টাকা বিতরণ
এম ইদ্রিছ আলীঃ মুক্তাগাছা পৌরসভায় অবস্থিত ৮৯টি মসজিদে অনুদান হিসেবে টিআর প্রকল্পের বরাদ্দকৃত নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এ টাকা বিতরণ করে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু। এসময় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) প্রকল্পের আওতায় মুক্তাগাছা পৌর সভার ৮৯টি মসজিদের পরিচালনা কমিটির প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।