Skip to content Skip to right sidebar Skip to footer

মুক্তাগাছায় ২০ মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মুক্তাগাছায় ২০ মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সরকারের নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার পার্কের কাজ শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজলার নিমুরিয়া গ্রামে ৭০ একর জমির ওপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে জুলস পাওয়ার লিমিটেড মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড নামে উপজেলার নিমুরিয়া গ্রামে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করছে। এটির নির্মাণ সম্পন্ন হলে জাতীয় গ্রীডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে যার সুবিধা স্থানীয় গ্রাহকরা ভোগ করবেন। এতে এই অঞ্চলের বিদ্যুতের চাহিদা অনেকটাই পুরণ হবে।

জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়রম্যান নাজমুন্নাহার দিলু, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকির, মানকোন ইউপি চেয়ারম্যান মো:শহিদুল ইসলাম তারা, কাশেমপুর ই্উপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার, জমিদাতা মো. শফিকুল ইসলাম মানিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. নজরুল ইসলাম বলেন, বহুল প্রতিক্ষিত এই সৌর বিদ্যুত কেন্দ্রটি জননত্রেী শেখ হাসিনার উপহার। মুক্তাগাছার অবকাঠামোগত ভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি আমদানি কমাতে সরকারও এ খাতে জোর দিয়েছে। যার গুরুত্বপূর্ণ অংশীদার মুক্তাগাছাবাসী।

আগামী বছরের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এখানে উৎপাদিত বিদ্যুৎ। এক বছরের মধ্যে নির্মাণ শেষে উৎপাদন শুরু হলে মুক্তাগাছায় বিদ্যুত সমস্যা আর থাকবে না বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।

উল্লেখ্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ২০২৩ সালের ১২ এপ্রিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ২০ বছর মেয়াদে ‘বিদ্যুৎ নাই, টাকা নাই’ ভিত্তিতে ২০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জুলস পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি স্বাক্ষরের অনুমতি দেন।