Skip to content Skip to right sidebar Skip to footer

নানা আয়োজনে মুক্তাগাছায় বর্ষবরণ

মুক্তাগাছায় নানা আয়োজনে বর্ষবরণ

তাজুল ইসলামঃ নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তাগাছায় বাংলা নববর্ষ ১৪৩১ পালন করা হয়েছে। উপজেলা প্রসাশন ও পৌর সাধারণ পাঠাগার দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষবরণ উদযাপন করেন।

কর্মসূচি শুরু হয় সকালের মঙ্গণ শোভা যাত্রার মাধ্যমে। শোভা যাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভা যাত্রাটি উদ্ধোধন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

মুক্তাগাছায় নানা আয়োজনে বর্ষবরণ 2

এদিকে বিকেলে পৃথকভাবে পৌর সাধারণ পাঠাগারে উদ্যোগে পাঠাগার মিলায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট সাংবাদিক এজেডএম ইমামদ্দিন মুক্তার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাক্ষ আলী ইদ্রিস, কবি নাছির মামুন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।