Skip to content Skip to right sidebar Skip to footer

মুক্তাগাছায় কৃষিবিদদের মতবিনিময় সভা

মুক্তাগাছায় কৃষিবিদদের মতবিনিময় সভা

তাজুল ইসলামঃ ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষিবিদদের পারস্পারিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কৃষিবিদ ড. নজরুল ইসলাম

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের মধ্যদিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে আমাদের কৃষিবিদরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। স্মার্ট কৃষির জন্য স্মার্ট কৃষক তৈরী করতে হবে। আর সেজন্য আমাদের কৃষিবিদদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষিবিদদের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ।

গত শনিবার বিকেলে সরকারী আরকে উচ্চ বিদ্যালয়ের হলরুমে অবসরপ্রাপ্ত যুগ্মসচিব কৃষিবিদ মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ড. সীমা কুন্ড। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ ড. মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ মো. আকরাম উজ্জামান, কৃষিবিদ ড. ফয়জুর রহমান আকন্দ, কৃষিবিদ মো. নূরুল ইসলাম, কৃষিবিদ এম আর ইসলাম আগুন, কৃষিবিদ নাজিমুল ইসলাম, কৃষিবিদ মো. খালেদ, কৃষিবিদ মো. এমদুদুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করা দেড় শতাধিক নবীন প্রবীন কৃষিবিদ অংশ নেন।

পরে স্থানীয় কৃষিবিদদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়।