Skip to content Skip to right sidebar Skip to footer

মুক্তাগাছায় সড়কে পরিবহন চাঁদাবাজি, হত্যা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৮

মুক্তাগাছায় সড়কে পরিবহনে চাঁদাবাজি, হত্যা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৮

রিপন সারওয়ার: মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন চাঁদাবাজি, হত্যা মামলা, জুয়ারী, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ ১৮ জনকে আটক করা হয়েছে।

জানাযায়, গতকাল (১৬ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে পরিবহন থামিয়ে চাঁদাবাজি করার সময় পৌরসভার নন্দীবাড়ী এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র সাব্বির (২১), ইসমাইল মিস্ত্রীর পুত্র চাঁন মিয়া (৩২), মৃত মফেজ এর পুত্র বিকি (২৬), সাত্তার খলিফার পুত্র হাবিবুর রহমান (৩৮) ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনায় আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ মিয়া (৩৮), মৃত আহম্মদ আলী সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), মাসুদ মিয়ার স্ত্রী লাইলী আক্তার (৩২), হাসানের স্ত্রী লিজা আক্তার (২২) ও আব্দুর রাজ্জাকের স্ত্রী আনোয়ারা বেগম আঙ্গুরি (৫৬) ৫ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ১ জন, জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারীসহ ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে মুক্তাগাছা থানাপুলিশ। পরে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, আমরা গতকাল রাতে বিভিন্ন মামলায় অভিযান পরিচালনা করি এসময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি করায় ৪ জন, তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনায় ৫ জন, জুয়ার আসর হতে ৫ জন, সাজাপ্রাপ্ত আসামী ১ জন ও ওয়ারেন্টভুক্ত আসামী ৩ জন সহ মোট ১৮ জনকে আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদলাতে প্রেরণ করা হয়েছে।