মুক্তাগাছায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী
মোঃ মাহমুদুল হাসানঃ ময়মনসিংহের মুক্তাগাছায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিনের মুক্তাগাছা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আজাদ বুলবুল, সাংবাদিক এম ইউসুফ, কামরুল হাসান বাবলু, রিপন সারওয়ার, হুসাইন আহমেদ সুলভ, মিজানুর রহমান জুয়েল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান যায়যায়দিনের বর্ষপূর্তি উপলক্ষে যায়যায়দিনের পরিবারকে শুভেচ্ছা জানান এবং দৈনিকটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে আসছে। সাংবাদিকরা জাতির বিবেক, আশা করছি ঘুষ-দুর্নীতি, অনিয়মসহ আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজ ও সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে সাংবাদিকরা কাজ করবেন।