Skip to content Skip to right sidebar Skip to footer

মুক্তাগাছায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

মুক্তাগাছায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এম ইদ্রিছ আলীঃ ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বড়গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন, জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহান আলী সরকার, নারী ইউপি সদস্য মোসা. লাভলী বেগম প্রমুখ।