নবনির্বাচিত মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান (আব্দুল হাই আকন্দ), ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারের সহসভাপতি অধ্যক্ষ স্বপন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য কৃষিবিদ ডা: নজরুল ইসলাম।
পৌর সাধারণ পাঠাগারের সহ সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবর্বিাচিত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কাসেম শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিছ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবর্বিাচিত মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দসহ, ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বিটুল, মহিলা ভাই চেয়ারম্যান নাজমুন নাহার দিলুকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করা হয়।